পারো তো ধর্ষণ করো
- তসলিমা নাসরিন---কিছুক্ষণ থাকো
০৬-০৬-২০২৩

আর ধর্ষিতা হয়ো না, আর না
আর যেন কোনও দুঃসংবাদ কোথাও না শুনি যে তোমাকে ধর্ষণ করেছে
কোনও এক হারামজাদা বা কোনও হারামজাদার দল।
আমি আর দেখতে চাই না একটি ধর্ষিতারও কাতর করুণ মুখ,
আর দেখতে চাই না পুরুষের পত্রিকায় পুরুষ সাংবাদিকের লেখা সংবাদ
পড়তে পড়তে কোনও পুরুষ পাঠকের আরও একবার মনে মনে ধর্ষণ করা ধর্ষিতাকে।
ধর্ষিতা হয়ো না, বরং ধর্ষণ করতে আসা পুরুষের পুরুষাঙ্গ কেটে ধরিয়ে দাও হাতে,
অথবা ঝুলিয়ে দাও গলায়,
খোকারা এখন চুষতে থাক যার যার দিগ্বিজয়ী অঙ্গ, চুষতে থাক নিরূপায় ঝুলে থাকা
অণ্ডকোষ, গিলতে থাক এসবের রস, কষ।
ধর্ষিতা হয়ো না,পারো তো পুরুষকে পদানত করো, পরাভূত করো,
পতিত করো, পয়মাল করো
পারো তো ধর্ষণ করো,
পারো তো ওদের পুরুষত্ব নষ্ট করো।
লোকে বলবে, ছি ছি, বলুক।
লোকে বলবে এমন কী নির্যাতিতা নারীরাও যে তুমি তো মন্দ পুরুষের মতই,
বলুক, বলুক যে এ তো কোনও সমাধান নয়, বলুক যে তুমি তো তবে ভালো নও
বলুক, কিছুতে কান দিও না, তোমার ভালো হওয়ার দরকার নেই,
শত সহস্র বছর তুমি ভালো ছিলে মেয়ে, এবার একটু মন্দ হও।

চলো সবাই মিলে আমরা মন্দ হই,
মন্দ হওয়ার মত ভালো আর কী আছে কোথায়!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 12টি মন্তব্য এসেছে।

হাবিবা
১০-১১-২০২৪ ০৯:১৫ মিঃ

অত্যন্ত চমৎকার একটি কবিতা ❤️????

হাবিবা
১০-১১-২০২৪ ০৯:১৪ মিঃ

অত্যন্ত চমৎকার একটি কবিতা ❤️????

ঠাকুরদাস চন্দ্র রায়
১০-০৮-২০২৩ ১২:৪৯ মিঃ

যারা ধর্ষন করে তারা মানুষ না ,কোন সুস্থ্য মানুষ ধর্ষন করতেই পারে না । ধর্ষনের বিরুদ্ধে এ এক অসাধারণ প্রতিবাদী কবিতা।

ঠাকুরদাস চন্দ্র রায়
১০-০৮-২০২৩ ১২:৪৮ মিঃ

যারা ধর্ষন করে তারা মানুষ না ,কোন সুস্থ্য মানুষ ধর্ষন করতেই পারে না । ধর্ষনের বিরুদ্ধে এ এক অসাধারণ প্রতিবাদী কবিতা।

ঠাকুরদাস চন্দ্র রায়
১০-০৮-২০২৩ ১২:৪৮ মিঃ

যারা ধর্ষন করে তারা মানুষ না ,কোন সুস্থ্য মানুষ ধর্ষন করতেই পারে না । ধর্ষনের বিরুদ্ধে এ এক অসাধারণ প্রতিবাদী কবিতা।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮-০৬-২০২৩ ২০:১১ মিঃ

এক অসাধারণ কবিতা

অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮-০৬-২০২৩ ২০:১১ মিঃ

এক অসাধারণ কবিতা

দজিয়েব
১৩-০৪-২০২০ ১৮:১০ মিঃ

অপূর্ব! অপূর্ব!! অপূর্ব!!!

হৃদয় দে
১৯-১১-২০১৮ ১৩:৫৩ মিঃ

অপূর্ব এক নবরূপে ধর্ষকের শাস্তি।

সুশান্ত সরকার
৩০-১০-২০১৭ ২৩:০৩ মিঃ

তা বটে

সাইফুল ইসলাম সাইফ
০৭-০৬-২০১৬ ১৬:৪১ মিঃ

মন্দ হওয়ার মত ভালো আর কী আছে কোথায়!


অমর কথা

রাকেশ সাহা
০৪-০৬-২০১৬ ২২:৩১ মিঃ

অনবদ্য!